প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাদারীপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবললীগের সভাপতি আতাহার সরদার ও ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন অনিকের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বুধবার বিকাল ৫টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। এছাড়াও যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খানের নেতৃত্বেও একটি শোভাযাত্রা যাত্রা বের হয়। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী নাজিমউদ্দিন কলেজে গিয়ে শেষ হয়। দুই গ্রুপের অংশগ্রহণে র্যালি ও সমাবেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন অংশগ্রহণ করে।
এছাড়াও সকালে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করে এবং এলাকায় শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক প্রদান করেন মাদারীপুরের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব