দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ ২৩টি অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাঁপানিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুব রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে পাটুল বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রতিষ্ঠানের স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক ওয়ারেশ আলী অভিযোগ করে বলেন, অধ্যক্ষ হাবিবুর রহমান সরকারী চাকুরি বিধি লংঘন করে অবৈধভাবে নিয়োগ দিয়ে বিভিন্ন আর্থিক খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। তিনি শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন। তিনি ইয়াবা মাদক সেবন করে স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন। তাছাড়াও কোন ছুটি না নিয়ে কাউকে কোন দায়িত্ব না দিয়ে তিনি টানা এক মাস নয়দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত আছেন। আমরা গত ৬ এপ্রিল শিক্ষক কর্মচারী স্টাফ মিটিংয়ে তাঁর বিভিন্ন অনিয়মের ২৩ দফা অভিযোগ এনে গত ৮ এপ্রিল প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির কাছে দাখিল করি।
এ সময় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের কলেজ শাখার সহকারী অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক অলোক কুমার, প্রভাষক আব্দুল আজিজ,প্রভাষক এন্তাজ আলী, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব