শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরে জেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভায় সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা জাসদের সাংগঠিনক সম্পাদক নেতা মো. খালিলুর রহমান খলিল তার ইউনিয়নের ৫ শতাধিক নেতা-কর্মীসহ আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার বিকেলে শহরের খরমপুর মোড়স্থ এক আলোচনা সভায় নেতাকর্মীদের নিয়ে তিনি এ যোগদান করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুময়ায়ুন কবির রুমান। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।
জেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথি’র মধ্য ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়োজিত হাসান, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মিজু ও যুবলীগ নেতা ইয়াকুব আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব