চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর ফকিরের মাজার এলাকার মুছার বাপের বাড়ির পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিশুরা হলো- মুছার বাপের বাড়ির প্রবাসী মো. হারুনের তিন বছর বয়সী জমজ কন্যা সানাম ও সেহের এবং হারুনের ভাই দিনমজুর ফারুখের কন্যা আনজু (৩)।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, দুপুরে বাড়ির বয়স্করা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে ওই তিন শিশু খেলার জন্য ঘরের বাইরে যায়। খেলার ফাঁকে কোন এক সময় এ দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ বাবর জানান, তিন শিশুকে বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ