লক্ষ্মীপুরে পৌনে দুই লাখ জাল টাকাসহ মো. মোস্তফা নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে সদর উপজেলার কালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দাবী আটককৃত ওই যুবক জাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য। আটককৃত মোস্তফা পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের শামছুল হকের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, জাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের মধ্যে বেশ কিছু জাল টাকা লেনদেনের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এসময় মোস্তফা নামের ওই যুবককে একটি ব্যাগসহ আটক করা হয়। এসময় তার সাথে থাকা আরো ২ জন পালিয়ে গেছে বলে জানান তিনি। পরে জব্দকৃত ওই ব্যাগ তল্লাশি করে ১৭৫টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত মোস্তফার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুুতি চলছে বলেও জানান ওসি।