মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিনারুল ইসলাম (২১) নামের এক যুবককে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার বিকাল ৫টার দিকে গাংনী উপজেলার আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনারুল ইসলাম আমতৈল গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, আমতৈল গ্রামের কুনু সাজি ও তার ছেলে ইসরাইল হোসেন ওরফে ডুবুরী নিহত মিনারুলের বসত বাড়ির জমি জোর পূর্বক দখল করে। মিনারুল এ ঘটনা প্রতিবাদ করলে তারা পিতা পুত্র মিলে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মিনারুল। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত পিতা-পুত্র পালিয়ে যায়।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর মর্গে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও নিহতের পরিবার থেকে কোন আভিযোগ বা মামলা দায়ের করেনি।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব