কুমিল্লার দেবিদ্বারে বীমা গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ‘গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স’র ৩ কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
বুধবার দুপুরে কুমিল্লা ৪নং জুডিশিয়াল আদালতের বিচারক তাদের কারাগারে পাঠান। আসামিরা হচ্ছেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রজেক্ট ডাইরেক্টর অহিদুল ইসলাম ভূঞা, কুমিল্লা জেলা কর্মকর্তা মোঃ আবুল বাশার ও দেবিদ্বার উপজেলার সাবেক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন।
সূত্র জানায়,গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র নামে দেবিদ্বারে ভূয়া শাখা খুলে জেলা ও উপজেলার তিন কর্মকর্তা শত শত গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে কোম্পানির হিসাবে জমা না দিয়ে ভূয়া রসিদে নিজেরাই আত্মসাত করেন। ওই অভিযোগে বীমা গ্রাহক নাজমা আক্তারের দায়ের করা মামলায় অভিযুক্ত আসামিরা বুধবার দুপুরে কুমিল্লা ৪নং জুডিশিয়াল আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিপ্লব দেবনাথ জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বীমা গ্রাহক নাজমা আক্তার জানান, টাকা আত্মসাতের অভিযোগ এনে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ জেলা ও দেবিদ্বার শাখার কর্মকর্তাদের অভিযুক্ত করে মামলা করেছি।