ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ট্রেনের নিচে ফেলে এক মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার পিতাম্বর গ্রামের সেলিম হোসেনের ছেলে এবং স্থানীয় ফকিরবাজার মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। নিহত মেহেদী হাসান তুহিনের (১৬) দ্বি-খন্ডিত লাশ রেলওয়ে পুলিশ বুধবার উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলার পিতাম্বর গ্রামের মেহেদী হাসান তুহিন দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন তুহিনের দ্বি-খন্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্বজনদেরকে জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, নিহত তুহিনের সঙ্গে পাশের গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে এ ঘটনাকে কেন্দ্র করে কেউ মেহেদী হাসান তুহিনকে মঙ্গলবার রাতের যে কোনো সময় ট্রেনের নিচে ফেলে হত্যা করে।
এ ব্যাপারে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, নিহত মেহেদী হাসান তুহিনের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটি হত্যা, না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ