বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৬বছর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা ও আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান বিপ্লব।