বুধবারের বাংলাদেশ প্রতিদিন-এ সচিত্র প্রতিবেদন ‘পাঁচ সন্তান প্রতিবন্ধী, বিপাকে বিধবা মা’ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে পরিবারটির পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা প্রশাসন।
বিকেলে উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের বিধবা আলিমুন নেছার বাড়িতে ছুটে যান স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিংহ ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস। এ সময় তারা জেলা প্রশাসন, উপজেলা ইউএনও ও সমাজকল্যাণ পরিষদের দেয়া বিশহাজার টাকার চেক আলিমুনের কাছে হস্তান্তর করেন।
এই দুই কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, আর্থিক অনুদান ছাড়াও প্রতিবন্ধী পরিবারটির জন্যে স্থায়ীভাবে কিছু করার উদ্যোগ নেয়া হচ্ছে। বিধবা মাতা আলিমুনের দ্বিতীয় ছেলে আটারো পেরুলে সরকারী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারা এ নিয়ে প্রতিবেদন প্রকাশের বাংলাদেশ প্রতিদিনকে বিশেষ ধন্যবাদ জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, ইউপি সদস্য ফজর আলী, প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক ইউনিয়ন সদস্য আব্বাস হোসেন ইমরান, দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ।