নাতির মুখ আর দেখা হলো না হতভাগা শামছুন্নাহারের (৫৫)। নাতিকে দেখতে যাওয়ার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা ব্রিজ মোড়ে আজ বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে ঢাকাগামী বালুর ট্রাকের চাপায় নিহত হন শামছুন্নাহার।
ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার ঢাকিরকান্দা গ্রামের শামছুন্নাহার তার ছেলের মোটরসাইকেলে চড়ে হালুয়াঘাটে সদ্য জন্ম নেওয়া নাতিকে দেখতে যাচ্ছিলেন। পয়ারী রোড হয়ে আমুয়াকান্দা ব্রিজে ওঠার আগেই পাক খায় মোটরসাইকেলটি। এতে পিছন থেকে ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৯৮৫৭) চাকার নিচে চলে যান শামছুন্নাহার। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় আধা ঘন্টার মত যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত শামছুন্নাহারের ছেলে নজরুল ইসলাম উপজেলার চর স্বল্পা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বর্তমানে ফুলপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় কোন মামলা করবেন না বলে শামছুন্নাহারের আত্মীয়রা জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ