দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় প্রদীপ কুমার সরকার (০৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত প্রদীপ কুমার সরকার চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দোয়াপুর গ্রামের গনেশ সরকারের পুত্র এবং একই উপজেলার আমতলী একাইটিস রেসিডেন্সিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় প্রদীপ তার চাচার মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নারায়ণপুর নামক স্থানে একটি ভটভটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় প্রদীপ সরকার।
চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ হারেসুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।