সিলেটের গোলাপগঞ্জের ভাটাটিকর এলাকা থেকে আজ ভোরে আহমদ হোসেন হত্যাচেষ্টা মামলায় আব্দুল হাসিব জয়নাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে আরও চার আসামি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়নালকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামি জামায়াত নেতা আব্দুল লতিফ, আব্দুল বাসিত, সাবেক শিবির ক্যাডার আব্দুল মুনিম ও আহবাব হোসেন এখনও পলাতক। মামলার প্রধান আসামি আব্দুল লতিফের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম সরকার জানান, চাঞ্চল্যকার আহমদ হত্যাচেষ্টা মামলার আসামিরা চারমাস ধরে পলাতক ছিল। গ্রেফতার হওয়া জয়নাল ছাড়াও অন্য চার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, জকিগঞ্জের জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল জলিলের ছেলে আহমদ হোসেনকে গত ২০ জানুয়ারি প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় আসামিরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার