লালমনিরহাটের বুড়িমারীতে ট্রাকচাপায় ইজারুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
ইজারুন নেছা ওই এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা ইজারুন নেছা বন্দরের জিরোপয়েন্টে পাথর কুড়াচ্ছিলেন। এ সময় পণ্য খালাস করে একটি ট্রাক ভারতে প্রবেশের সময় ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ