খাগড়াছড়ির দুর্গম নুনুছড়ির থলিপাড়া এলাকায় পিতা-পুত্রকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা পৌর শাপলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি শেষে নেতাকর্মীরা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে বক্তারা নিহত চিরঞ্জিত ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরার হত্যাকারীর আসামী ইউপি মেম্বার কালি বন্ধু ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য খোকন ত্রিপুরা ও মংসুই প্রু চৌধুরী অপুসহ সকল হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
গত বৃহস্পতিবার পূর্ব শত্রুতা ও ভূমিসহ বিভিন্ন বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) পুত্র কর্ণ ত্রিপুরা (৩০) নিহত হন।
এ ঘটনায় আহত চিরঞ্জিতের স্ত্রী ভবেলক্ষী (৪৫) ও কর্ণ ত্রিপুরার স্ত্রী বিজলী ত্রিপুরা (২৮) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় গত শুক্রবার ব্রত ত্রিপুরাসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/১৮ মে, ২০১৭/ফারজানা