ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি প্রাণ হারিয়েছে। এ সময় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আংশকাজনক। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বৈশাখী তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলকে চাপা দিয়ে পাশ্ববর্তী একটি কড়াইগাছে ধাক্কা মারে। স্থানীয় জনতা ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএস প্রফুল্ল কুমার মজুমদার জানান, হাসপাতালে প্রায় ৩০জনকে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ১০ জনকে যশোরের ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ মে, ২০১৭/ফারজানা