নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে চরক্লার্ক ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- কেরামতপুর গ্রামের হাজী আবদুল্লাহ সর্দারের ছেলে ওমর ফারুক (১০) ও তার মেয়ে বিবি আমেনা (৭) এবং একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে আল আমিন।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে ফারুক ও তার বোন আমেনা পুকুরে যায় হাত ও মুখ ধুতে। এরপর তারা আর ঘরে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। একই সময় চর আলাউদ্দিন গ্রাম থেকে চরক্লার্কে খালার বাড়িতে বেড়াতে এসে আল আমিন নামে আরো এক যুবক পুকুরের পানিতে ডুবে মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিকভাকে তাদের দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৮ মে ২০১৭/আরাফাত