রাজশাহীর মোহনপুর উপজেলায় দশম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তার নাম রনি আক্তার (১৬)। রনি উপজেলার মহব্বতপুর দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
রবিবার দুপুরে রনি তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, রনির বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। রনি তার মায়ের সঙ্গেই থাকে। তার মা জুটমিলে শ্রমিকের কাজ করেন। রবিবার তার মা কাজে গেলে ফাঁকা বাড়িতে আত্মহত্যা করে রনি।
স্থানীয় লোকজন বিষয়টি জানার পর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ০২ জুলাই, ২০১৭/ ই জাহান