নরসিংদীর শিবপুর সংবাদপত্রবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। আজ শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের গাংপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুপারভাইজার আব্দুল মালেক (৪৫) ও আলাউদ্দিন (২০)। তাদের বাড়ি পাবনা।
পুলিশ জানায়, ঢাকা থেকে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। নরসিংদীর শিবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে মাইক্রোবাসটির। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় মাইেেক্রাবাসের দুই যাত্রী । এসময় আরও পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর মাইক্রোবাসের চালক পালাতক রয়েছে বলেও জানায় পুলিশ।
ইটাখোলা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি গাড়ির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহত দুই জনের মরদেহ ইটাখোলা ফাঁড়িতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/ফারজানা