লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি... রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৬টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে পরিবার সূত্রে জানা যায়।
শামছুল ইসলাম বেশ কিছুদিন যাবত জ্বর ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহ্জাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ্ উদ্দিন টিপুও শোক প্রকাশ করেন।
শামছুল ইসলাম জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত সচিব ও জেলা পরিষদের প্রশাসক ছিলেন।
মরহুমের নামাজে জানাযা বিকেল ৫টায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সদর উপজেলার বশিকপুর গ্রামে দাফন করা হবে।
শামছুল ইসলাম সদর উপজেলার বশিকপুর গ্রামের মৃত হাজী জবেদ উল্লাহ’র ছেলে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই, ২০১৭/ফারজানা