সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারের একটি দোকান থেকে ১২টি বিষাক্ত পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।কাজীরহাট বাজারের নিজাম স্টোর থেকে শুক্রবার দুপুর ২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
কাজীরহাট বাজারের নিজাম স্টোরের মালিক নিজাম আলী জানান, শুক্রবার দুপুর ২টার দিকে দোকানের ভিতরে বিস্কুটের বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত পদ্ম গোখরা সাপ দেখতে পান। পরে সন্দেহের ভিত্তিতে দোকান তল্লাশী করলে একে একে দোকানের বিভিন্ন জায়গা থেকে ১২টি সাপ বেরিয়ে আসে, এসময় দোকান মালিক ও উপস্থিত ক্রেতারা ভীত ও আতংকিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা ওই সাপগুলোকে উদ্ধার করে। সেখানে আরো সাপ থাকতে পারে বলে ধারণার কথা জানিয়েছেন দোকান মালিক।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৭/হিমেল