নিখোঁজের ১৩ দিন পরেও মাদারীপুরের ডাসারে কাজী শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধের কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ বৃদ্ধের পরিবার। এদিকে ওই বৃদ্ধের খোঁজ না মেলায় আত্মীয়-স্বজন ও তার পরিবারের সদস্যদের মাঝে চলছে চরম হতাশা।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ডাসারের গোপালপুর এলাকার কাজী আবদুল হাকিমের ছেলে শাহ আলম গত ২ জুলাই সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে কোথাও তার কোন খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি শেষে নিরুপায় হয়ে তার ছেলে কাজী রকিব বৃহস্পতিবার ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ বৃদ্ধের ছেলে কাজী রকিব কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বাবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড় হয়ে আর ফেরত আসেনি। আমরা বাবার সন্ধান চাই।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বৃদ্ধের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৭/হিমেল