কুমিল্লার দাউদকান্দিতে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সাথে রডবাহী লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার শাহপরান (২৫) কুমিল্লা দেবিদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
জানা যায়, যাত্রীবাহি বাসটি পেছন থেকে রডবাহী লরিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় বাসের মধ্যে রড ঢুকে যায়। রড কেটে যাত্রীদের উদ্ধার করা হয় ও বাস পৃথক করা হয়। এতে বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাসের হেলপার শাহপরান নিহত হয়। বাকীদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৭/হিমেল