সুন্দরবন থেকে পাচারকালে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সুন্দরী কাঠ জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার মধ্যরাতে পূর্ব সুন্দরবনের শরণখোলার বলেশ্বর নদীর কালিয়ার খাল থেকে ইঞ্জিনচালিত ট্রলার বোঝাই এসব গাছ জব্দ করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৫টা জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মুঠোফোনে জানান, গোপন সংবাদ পেয়ে তারা বলেশ্বর নদীর মোহনায় অবস্থান নেয়। রাত ৩টার দিকে ইঞ্জিনচালিত একটি ট্রলার আসতে দেখে তারা সেটিকে চ্যালেঞ্জ করেন। এসময় কাঠ চোরাকারবারিরা দ্রুত ট্রলার চালিয়ে পাথরঘাটার কাছাকাছি কালিয়ার খালে ভিড়ায়। এরপর ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়।
ট্রলার থেকে বিশাল আকারের ৯৪ পিস (৩৯১.৪৮ ঘনফুট) সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ৬ লাখ টাকা।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/আরাফাত