লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসান সোহেলের বহিস্কারাদেশ প্রত্যাহার ও পৌর কমিটি পুনর্বহালের দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
অনশন থেকে নেতাকর্মীরা অবিলম্বে কেন্দ্রীয় কমিটির কাছে সোহেলের বহিস্কারাদেশ প্রত্যাহার ও পৌর কমিটি পুনর্বহালের জোর দাবি জানান। পরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাছিবুর রহমান ও জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনসহ দলীয় নেতৃরা অনশন মঞ্চে গিয়ে একাত্বতা প্রকাশ করে শরবত খাইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অনশন ভাঙান। এসময় দলীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে বহিস্কার আদেশ প্রত্যাহারের আশ্বাস দেন।
এর আগে একই দাবিতে গত ২৪ আগষ্ট লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় অভ্যন্তরীণ কোন্দলে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবুল হাসান সোহেলকে বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি। একই ঘটনায় পৌর কমিটি বাতিল করে জেলা কমিটি।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৭/হিমেল