কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা হুক্কাপট্টি এলাকায় অভিযান চালিতে এক কেজি গাঁজাসহ মো. সোহেল (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আটক করে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম