মেহেরপুর সেলিম রেজা (৪৫) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সেলিম রেজা একজন হিরোইন ব্যবসায়ী। সে মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আমিনুল বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২১ জুলাই রাতে অভিযান চালিয়ে ২৮ গ্রাম হেরোইনসহ সেলিমকে আটক করে গাংনী র্যাব-ক্যাম্পের সদস্যরা। পরে মুজিবনগর থানায় তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে হাসান মাহাবুবুর রহমান আইনজীবীর দায়িত্ব পালন করেন।
এদিকে, একই আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আব্দুল হান্নান নামের এক ব্যাক্তির ৫ বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড প্রদান করা হয়। আব্দুল হান্নান সদর উপজেলার মোমিনপুর গ্রামের রহমতউল্লার ছেলে।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা