চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়ার জের ধরে স্ত্রী শ্রী বাসনা রাণীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ঘাতক স্বামী। এঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী শ্রী সঞ্জয় সিংহকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার লছমনপুর হিন্দুপাড়া গ্রামে।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার লছমনপুর হিন্দুপাড়া গ্রামের সঞ্জয় সিংহ স্থানীয় এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে সঞ্জয় তার স্ত্রী বাসনা রানীকে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে ফাঁসিতে ঝুঁলিয়ে দেয় এবং বেলা সাড়ে ১১টার দিকে সঞ্জয় সিংহ তার স্ত্রীর মরদেহ ফাঁসি থেকে নামিয়ে আত্মহত্যা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশিরা বাসনা রাণীর স্বামী সঞ্জয় সিংহকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, বাসনা রাণীর গলায় আঙ্গুলের দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন