নিখোঁজের সাতদিন পর জাহাঙ্গীর (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে বাঘমাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলের সেপটিক ট্যাংকি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক নগরীর কৃষ্টপুর এলাকার মৃত বাবন মিয়ার ছেলে। পরে স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
নিহতের চাচা সিরাজুল ইসলাম জানান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও কৃষ্টপুর এলাকার বাসিন্দা হোসেন আলীর সাথে দীর্ঘদিন ধরে মিছিলে যাওয়া আসা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিত ভাবে গত ৭ তারিখে জাহাঙ্গীরকে অপহরণ করে তারা। এ নিয়ে কোতোয়ালী মডেল থানায় গত ১০ তারিখ অপহরনের অভিযোগে জাহাঙ্গীরের নানী জোসনা বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। মামলায় হোসেন আলীর দুই ছেলে রিপন (৩০) ও রাসেল (২৭), আনোয়ার হোসেনের ছেলে নাঈম (২২) ও আলমগীরের নামে মামলা করা হয়।
মামলার এজাহারে জোসনা বেগমের অভিযোগ, গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আসামিদের সঙ্গে তাঁর নাতি জাহাঙ্গীরের ঝগড়া হয়। সেদিন রাত থেকেই জাহাঙ্গীরের খোঁজ পাওয়া যাচ্ছে না।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে টয়লেটের ট্যাংকি থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে ওই বিরোধেই জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে। এঘটনায় স্থানীয়রা কৃষ্টপুর রাস্তা অবরোধ ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭