রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তরা বলেন, জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গার মিয়ানমারের নাগরিক। তাই অবিলম্বে এসব রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে।
মানববন্ধন টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতি আহবায়ক মো. আজাহার আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুল আওয়াল, সদস্য মো. শহিদুল ইসলাম, শমরেস চন্দ্র পাল ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব