দিনাজপুরের ফুলবাড়ীতে গোখরা সাপের বিষসহ মোরশেদুল নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
আটক মোরশেদুল (৪০) বগুড়া জেলার গাবতলী উপজেলার চককাতুলি গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
গত বুধবার সন্ধ্যার দিকে উর্বসী সিনেমা হল মোড় এক বাস এর টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
এই ঘটনায় ওই দিন রাতে ফুলবাড়ী থানার এএসআই সাব্বির হোসেন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর শহরের উর্বসী সিনেমা হল মোড়ে টিকিট কাউন্টারের সামনে থেকে মোরশেদুলকে আটক করা হয়। এরপর দেহ তল্লাশি করে তার নিকট বহন ও সরবরাহ নিষিদ্ধ কাভারসহ তিনটি প্যাকেটে মোট ৭৩ গ্রাম ওজনের গোখরা সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন