সাতক্ষীরায় মনিরা খাতুন (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে ১০০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক মনিরা খাতুন ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক লাফিয়া খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে মনিরা খাতুনকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম