ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার হামিদপুরপাড়ায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর(ভাই-বোন) মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহতরা হামিদপুর পাড়ার গোলাম মোস্তফার মেয়ে ও ছেলে। নাম মাধুরী ও মাহাবুব। তারা যথাক্রমে ৩য় ও ২য় শ্রেণীতে পড়ত ।
মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, মাধুরী ও মাহাবুব বাড়ির পাশে খেলা করার সময় একটি ডোবায় পড়ে যায়। তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদেরকে অনেক খোঁজা-খুঁজির পর ডোবার পানি থেকে তাদের লাশ উদ্ধার করে। ভাই বোনের এই মৃত্যুর ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডিপ্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান