বগুড়ায় স্বামী-স্ত্রীসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছে ১১শ’৭০ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশ শহরে ও র্যাব বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে মাদক সহ তাদের গ্রেফতার করে।
ডিবি পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মাসুদ রানা ওরফে স্বপন(৪০) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন(৩০), সাজু ব্যাপারী (৩৮) এবং আমিরুল(৫০)।
পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে রাত পৌনে ৯ টার দিকে বগুড়ার প্রধান ডাকঘরের সামনে থেকে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ পুলিশকে জানায়, একজনের কাছে বিক্রির জন্য সে চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসেছিলো। আগে সে কোচের সুপারভাইজার ছিলো। এসময় তাদের কাছে ১ হাজার ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
অপর দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি টিম রাত ৮ টার দিকে সোনাতলা উপজেলার রানীরপাড়া এলাকা থেকে ১২০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে র্যাব জানায়।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর