মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সেই দুই কৃষকের নাম হলো শাহজাহান ফকির (৬৫) ও জিন্নত মোড়ল (৬০)।
এলাকাবাসী জানায়, শক্রবার জেলার কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম এলাকার কৃষক শাহজাহান নিজের পানের বরজে কাজ করছিল। এ সময় সে অসাবধানতাবসত পানের বরজের পাশ দিয়ে সংযোগ দেওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে একই দিন সকালে জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের মোড়লকান্দি গ্রামের কৃষক জিন্নত মোড়ল নিজের বাঁশ বাগানে বাঁশ কাটছিল। এসময় অসাবধানতাবসত বাঁশের আগায় বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর