ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঈি সংগঠন জেএমবি’র সদস্য সন্দেহে স্বপন নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শুক্রবার বিকেলে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বোরেরচর এলাকা থেকে তাকে আটক করলেও শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি আশিকুর রহমান।
তিনি জানান, এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান জেহাদী বই। পরে শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন