মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কমিশনার স্বাগত কিশোর দাসকে কুপিয়ে জখম দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে নিজ ঘরে ঢুকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাকে কুপিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
পরিবারের সদস্যরা জানান, রাতে তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। স্ত্রী এগিয়ে এলো তাকেও আহত করা হয়। স্বাগত কিশোর দাসের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, স্বাগত কিশোর দাসের স্ত্রী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন