আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। আজ সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাতটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চেয়ারম্যান সিরাজ মোল্লার সঙ্গে রিয়াজ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়। এসময় সাতটি বাড়িও ভাঙচুর করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/হিমেল