নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চলন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাতে আবু বকর সিদ্দিক (২৮) নামে এক ভাড়াটে মোটরসাইকেল চালককে খুন করা হয়েছে। নিহত আবু বকর বড়ইকোনা বড়তলা গ্রামের আবুল কালামের ছেলে।
মঙ্গলবার রাতে ১০টার দিকে উপজেলার খারনই ইউনিয়নের কচুপাড়া বাজার থেকে মোটরসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন ওই যুবক।
সড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী আহত আবু বকরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃতু্য হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তিতি চলছে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত