মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা গ্রামে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে মিতুল হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মিতুল পলাশ বাড়িয়া গ্রামের মৃত. ওয়াদুদ মোল্যার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঝামা গ্রামের বাবর আলীসহ অন্যরা জানান, মিতুল তার কয়েকজন বন্ধুর সাথে ঝামা বাজারের দক্ষিণ পাশের একটি ঘাটে গোসল করছিল। গোসলের এক পর্যায়ে সে নদীর উচু পাড় থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে স্রোতের টানে নিখোঁজ হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে খুলনা ফায়ার সার্ভিসের সদস্যরা আজ ঘটানাস্থলে পৌঁছে নতুন করে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু তার লাশ উদ্ধার করতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার