ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী কুমারপাড়া এলাকায় একটি কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষ সংঘর্ষে রুপ নেয়। সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে রাখে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনা সামাল দিতে শিল্প পুলিশ বাহিনী শ্রমিকদের উপর লাঠি চার্জ করে এবং বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপটকেল ছুঁড়তে থাকে। এ সময় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়।
এ ব্যাপারে শিল্প পুলিশের এসপি মো: বিল্লাল হোসেন জানান, ফ্যাক্টরির ভেতরে কোন প্রকার বিশৃংখলা বা অসন্তোষ নেই। আমাদের সদস্যরা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন