ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে পেয়ার আহমদ মজুমদার (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। আজ শহরের সদর হাসপাতাল রোডস্থ ফেনী ইনস্টিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি’র (আইসিএসটি) হোস্টেলে এই ঘটনা ঘটে।
অসাবধানতা-বশত বিদ্যুৎস্পষ্ট করলে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পেয়ার আহমদ ওই কলেজে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জনক।
বিডি প্রতিদিন/এ মজুমদার