পিরোজপুরের কাউখালী থেকে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া কলেজ ছাত্রী তুলি খানমকে (১৮) বরিশালের বানারীপাড়া উপজেলার নলশ্রী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে কাউখালী জয় গুরু স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তুলিকে নলশ্রী থেকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় প্রেমিক সোহেল শেখকে (২২)।
পুলিশ হেফাজতে কলেজ ছাত্রী তুলি জানায়, গত ৫ বছর ধরে কাউখালীর শ্রমিক সোহেলের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সুবাদে তারা গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে করেন।
তাকে উদ্ধারকারী বানারীপাড়া থানার এসআই জাহিদ হোসেন জানান, ১৪ সেপ্টেম্বর ওই ছাত্রী কলেজ ছুটির পর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার বাবা রফিকুল ইসলাম তালুকদার ১৮ সেপ্টেম্বর কাউখালী থানায় একটি সাধারণ ডায়রী করেন। সাধারন ডায়রীর সূত্র ধরে তাকে বানারীপাড়ার নলশ্রী থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে ওই জুটিকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন