আশুলিয়ার এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে আশুলিয়ার চারাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার দোসাইদ ঈদগাহমাঠ এলাকার হযরত আলী ভূইয়ার ছেলে ইশ্রাফিল ও আব্দুর রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম।
গত শুক্রবার বিকেলে সাভার থেকে এক নারী শ্রমিককে বিয়ের কথা বলে ডেকে আনে ইশ্রাফিল নামে এক যুবক। পরে তাকে আশুলিয়ার দোসাইদ ঈদগাহমাঠ এলাকার পরিত্যাক্ত একটি গোডাউনে নিয়ে শরিফুল, পলাশ ও জাহাঙ্গীরসহ চার জন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
পরে গণধর্ষণের শিকার নারী বাদি হয়ে আশুলিয়া থানায় চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ডাক্টারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী এক নারী। এরপর পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আসামী ধরতে বিভিন্ন এলাকার অভিযান চালানো হচ্ছে।
মেয়ের খালা জরিনা বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইশ্রাফিল দোসাইদ চারাবাগ এলাকায় একটি পরিত্যাক্ত গোদাম ঘরে নিয়ে যায়। সেখানে ইশ্রাফিল তার বন্ধু শরিফুল ইসলামের কাছে রেখে ২ হাজার টাকা নিয়ে মেয়েটি রেখে পালিয়ে যায়। এরপর মেয়েটিকে কয়েক মিলে গনধর্ষণ করা হয়, আমি তাদের বিচার চাই, আর কোন মেয়েকে এই ধরনে ঘটনা না ঘটে।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ