রাজশাহীতে ৩ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। তার নাম রবিউল ইসলাম, বয়স ২৫ বছর। বুধবার ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
রবিউল গোদাগাড়ীর মহিশালবাড়ি সামাদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ