রাঙামাটিতে পুলিশি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক ও এক নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ইয়াবা ব্যবসায়ী রুবেল (২৪), সুজন বড়ুয়া (২৫) ও নাছিমা আক্তার। বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এসময় আরজু বোর্ডিংয়ের দোতলা থেকে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক নারী-পুরুষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার