নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর বেতাই নদী থেকে বৃহস্পতিবার সকালে পল্লী চিকিৎসক কাজী মুজিবুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।মুজিবুর রহমান আটবাড়ি জালালপুর গ্রামের কাজী সামছুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে চিকিৎসার কথা বলে এক ব্যক্তি মুজিবুরকে ডেকে নিয়ে যায়। তিনি আর বাসায় ফেরেননি।পরদিন মুজিবুরের স্ত্রী সালমা আক্তার থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসীকে জানায় মাঝিরা। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। মামলার সার্বিক প্রস্তুতি চলছে। জিজ্ঞাবাদের জন্য ৪/৫ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা