'তথ্য পেলে জনগণ, নিশ্চিত হবে সুশাসন'- এই স্লোগানে আজ নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভুইয়া। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, সিভিল সার্জন মো. তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল ও ব্রাকের প্রবাল সাহা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার