নোয়াখালীতে 'বিশ্ব জলাতঙ্ক দিবস' পালিত হয়েছে। এ উপলক্ষে আজ নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান, র্যালি শেষে নোয়াখালী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসেন সভাপতিত্বে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্কিক উদয়ন দেওয়না। এছাড়া অধ্যাপক জেলা দুর্নীতি দমন কর্মকর্তা তালেবুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রোশন আলম, অধ্যাপক ড. মো. লোকমান ভূইয়া, সাংবাদিক আকবর হোসেন সোহগ, বেগমগঞ্জ প্রাণি সম্পদ অফিসের অনুপম কুমার পাল ও সেনবাগের রসুল আহম্মেদ, উন্নয়নকর্মী আব্দুল আউয়াল, বিভিন্ন উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার