শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমীতে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাড়ম্বরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে এবার কুমারী পূজার ২০তম আয়োজন ছিল।
কুমারী দেবী দূর্গার প্রতীকে ছয় বছরের কন্যা শিশুকে বসানো হয় দেবীর আসনে। কুমারী মেয়েকে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবে মাতৃজ্ঞানে পূজা করা হয়।
কুমারী পূজায় অংশ নিতে সকাল থেকে সর্বস্তরের হাজার হাজার ভক্ত পূজামণ্ডপে সমবেত হন। প্রার্থনা করেন শুদ্ধত্মা কুমারী রূপে ভগবতী মা দুর্গার। ভিড়ের চাপ এতো ছিল যে, কালীবাড়িতে প্রবেশ করতে না পেরে অনেকে দাঁড়িয়েই পূজার মন্ত্র শুনেন এবং দেবীর উদ্দেশ্যে প্রণাম করেন। সকালে কুমারী পূজা পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য এম এ শহীদ।
এবার দেবীর আসনে বসেছিল অর্পিতা ভট্টাচার্য্য নামে এক কন্যা শিশু। সে সিন্দুরখান ইউনিয়নের বনগাওঁ গ্রামের নূপুর ভট্টাচর্য্যর মেয়ে।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা